নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ২৫,ডিসেম্বর :: বসিরহাট মহকুমার টাকি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় দেখা গেল সকাল থেকে আজ ২৫ শে ডিসেম্বর বড়দিন সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ঢল নেমেছে টাকি পর্যটন কেন্দ্রে, সকাল থেকে পর্যটকের ঢল । পর্যটক এর আনাগোনা লেগেই রয়েছে টাকি পর্যটন কেন্দ্রে।
একদিকে টাকির গামছা অন্যদিকে টাকির মিষ্টি পর্যটক এর কাছে একটা বাড়তি পাওনা একদিকে রয়েছে এপার ভারত ওপার বাংলাদেশ মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী আর সেই নদীর বক্ষে নৌকা বিহার য স্পট গুলি শুরু হয়েছে রান্নাবাড়া অন্যদিকে ইছামতির বুকে নৌকা বিহারে ব্যস্ত পর্যটকরা।