নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: শিশু বিকাশ দফতর এবং নারী উন্নয়ন ও সমাজ কল্যান দফতরের উদ্যোগে বর্ধমান ২ নম্বর ব্লকের ব্যবস্থাপনায় , বড়শুল ২ নম্বর পঞ্চায়েতের সহযোগিতায় বাল্য বিবাহ রোধে মানব বন্ধন কর্ম সূচি অনুষ্ঠিত হল
বর্ধমান ২ নম্বর ব্লকের সিডিপি হাইস্কুল থেকে মনমোহন দে রোড়ের শক্তিগড় আন্ডার পাশ পর্যন্ত মানব বন্ধনে সামিল হন কন্যাশ্রী ছাত্রীরা, সয়ম্ভর গোষ্ঠি মহিলারা মানব বন্ধনে সামিল হন।উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও দিব্যজ্যোতি দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায়।
বিধায়ক বলেন , বাল্যবিবাহ সমাজের ভয়ঙ্কর ব্যাধি, সরকার পক্ষ থেকে প্রচারের মধ্য দিয়ে ১৮ বছরের মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়, ঐ সময় মেয়েদের শারীরিক গঠন ঠিক হয়না ফলে অপুষ্টি জনিত সমস্যা শিশুর মধ্য প্রভাব পড়ে , দীর্ঘ মানব বন্ধনের মাধ্যমে সাধারণ মানুষ কে সচেতন করাই মূল লক্ষ্য