সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৮,আগস্ট :: বড়সড় অসামাজিক কাজের পরিকল্পনা নিয়ে এনজেপি সাউথ কলোনি কোয়ার্টার মাঠে জড়ো হয়েছিল ১০-১২ জন একটি ডাকাত দল। সঙ্গে ছিল বেশকিছু ধারালো অস্ত্র।গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর রবিবার রাতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সাতজনকে গ্রেফতার করে। ধৃতরা হল অমিত দাস,ছটু সরকার,সুশান্ত রায়,শ্রীকান্ত রায়,রাকেশ বর্মন,অজয় সরকার,জিতু রায়,ওরফে বজরং কে।
ধৃতদের বিরুদ্ধে ডাকাতি,চুরি,ছিনতাই সহ একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।