নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: সোমবার ১৮,নভেম্বর :: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রাধানগরের পাশে একটি গ্রাম থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে ঘাটাল থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ঝাড়খন্ড, বিহার ও আসানসোল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘাটাল এবং চন্দ্রকোনা থানার যৌথ অভিযান চলে। অভিযানে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ আধিকারিকরা ও বিশাল পুলিশবাহিনী।
ধৃতরা সকলেই ডাকাতির উদ্যেশে জড়ো হয়েছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশকিছু দিন ধরে গভীর রাতে যাতায়াত করত কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বিশেষ অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ।আরও জানা গিয়েছে স্থানীয় দুই ব্যক্তি যুক্ত রয়েছে ওই দলের সাথে।
বড়সড় ডাকাতির চক্রান্ত করেছিল বলে মনে হচ্ছে এবং পুলিশের অভিযানে তা বানচাল হয়েছে। একটি রাসায়নিক সারের দোকান, একটি ট্রাক হাইজ্যাক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ডাকাতির উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতি দলের বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।