কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৫,ডিসেম্বর :: সনাতনীদের ২৫শে ডিসেম্বর কেটে বড়োদিন পালনের পরিবর্তে তুলসী পূজন দিবস পালনের বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হলেন বিশ্বহিন্দু পরিষদ মালদা শাখার সদস্যরা। যার অঙ্গ হিসেবে বুধবার ২৫শে ডিসেম্বর মালদা শহরের ফোয়ারা মোড়ে পালন করলেন তুলসী পূজন দিবস।
এই উপলক্ষে হিন্দু সনাতনীদের মধ্যে বিতরণ করলেন তুলসীর চারা ও পবিত্র গঙ্গা জল। সেই সঙ্গে তুলসীর মাহাত্ম্য প্রচার করলেন সর্বসাধারণের মধ্যে। বুধবার সাত, সকালে এমনই নানান কর্মকান্ডের মাধ্যমে বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে তুলসী পূজন দিবস পালনের ছবি নজরে এল মালদা শহরের ফোয়ারা মোড়ে