নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ৩১,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনা বসিরহাটের মহাকুমার হাসনাবাদ থানা এলাকার ঘটনা। নেজাট থানার কালিনগরের বাসিন্দা বছর ৩৫ এর মৌমিতা মন্ডলের সঙ্গে হাসনাবাদ থানা এলাকায় বছর ৩৯ এর সন্তু মুখার্জির পেশায় ঠিকাদার গত সাত মাস আগে বিয়ে হয়।
তারপর থেকে মানসিক শারীরিক নির্যাতন দিচ্ছে তিনি বলছেন প্রায় মারধর করে শ্বশুর শাশুড়ি স্বামী। খেতে দেয় না দুবেলা এমনকি জামাকাপড় থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জিনিসপত্র দেয়না ।
পাশাপাশি বিয়ের পর থেকে গুরুতর অভিযোগ এনেছেন গত সাত মাস ধরে মায়ের কাছে ছেলে একই বিছানায় থাকেন সে দিন হোক আর রাত্রে হোক জামা কাপড় ছাড়তে দেখা যায় সেগুলো দেখতে হয় অশ্লীল ও আপত্তিকর চোখের সামনে কার্যকলাপ দেখতে হয়।
দিনের পর দিন শারীরিক নির্যাতনের শিকার বারবার বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির মূল গেটে ঘন্টাকে ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। কোন কথা বললেই শশুর শাশুড়ি স্বামী এসে মারধর শুরু করে। বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি তিন জনের কঠিনতম শাস্তি জানাই।
ইতিমধ্যে শ্বশুর আশীষ মুখার্জি শাশুড়ি কল্পনা মুখার্জি কে আটক করেছে হাসনাবাদ থানার পুলিশ।স্বামী সন্তু মুখার্জি পলাতক। গৃহবধুর টাকি গ্রামীণ হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয় তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।