নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: মঙ্গলবার ১২,নভেম্বর :: বনগাঁ থানার ভাসান পোতার জামাল উদ্দিনের বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকেরা | পেট্রাপোল থানার পেট্রাপোল গ্রামে ইয়াকুব শেখের বাড়িতেও ইডির অভিযান।
মঙ্গলবার সকালে ইডির প্রতিনিধি দল পেট্রাপোল সীমান্তে ইয়াকুবের মুদ্রা বিনিময় দোকানে যাই সেখান থেকে ইয়াকুব শেখকে সঙ্গে করে পৌঁছায় তার বাড়িতে এই মুহূর্তে বাড়ির ভিতরে ইয়াকুব কে জিজ্ঞাসাবাদ করছে ইডি।