সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: মঙ্গলবার ২৬,ডিসেম্বর :: না শেষ পর্যন্ত পাথরপ্রতিমার বাঘকে ধরা অধরাই রয়ে গেল। গত চার দিন ধরে বাঘ ধরার জন্য বনদপ্তর এবং এলাকার মানুষ দিনরাত দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতে উপেন্দ্র নগর এলাকায় পাহারায় রয়েছে।
বাঘের গর্জন শুনে জাল দিয়ে ঘিরা ফেলা হয় ঠাকুরান নদীর চর, এবার বনদপ্তর মনে করেছিল বাঘকে ধরা সোজা হবে, কিন্তু বাঘ আজ সকালে বনদপ্তরের চোখকে ফাঁকি দিয়ে জাল টপকে পালিয়ে গেল অন্য জঙ্গলে, বর্তমানে সেই জঙ্গল ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর, উল্লেখ্য দীর্ঘ দুমাস ধরে বাঘ এবং বনদপ্তরে লুকোচুরি খেলা চলছে।
কখনো শ্রীধরনগর, কখনো জি প্লট ঘুরে বেড়াচ্ছে বাঘ মামা, তবে এবারে ধরা সম্ভব না হওয়ায় আবার শুরু করল বনদপ্তর, আতঙ্কে শ্রীধরনগরের গ্রামবাসীরা।