নিজস্ব সংবাদদাতা :: কাঁথি :: সংবাদ প্রবাহ :: আবারও বিপত্তি! একের পর এক মৎস্য শিকারে ট্রলারের মৎস্যজীবী মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে৷ মৎস্য শিকার করে পেটুয়া মৎস্য বন্দরের ঢোকার সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হল এক মৎস্যজীবি৷ কয়েক ঘন্টা কেটে গেলেও নিখোঁজ মৎস্যজীবীর কোথাও সন্ধান পাওয়া যায়নি৷ নিখোঁজ মৎসজীবীকে উদ্ধার করতে জোরদার তল্লাশি শুরু করেছে জুনপুট উপকূল থানার পুলিশ থেকে মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। জানাগেছে নিখোঁজ মৎস্যজীবী আর্য বার্গ (২৮)। তার বাড়ী পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দুবদা গ্রামে। সূএের খবর, শুক্রবার সন্ধ্যায় সমুদ্র থেকে মৎস্য শিকার করে পেটুয়া মৎস্য বন্দরের ঢুকছিল ” মা সিন্ধু ” নামে একটি ট্রলার। আচমকাই টলারে থাকা এক মৎস্যজীবী নিচে পড়ে যায়। তখনই জোয়ার চলছিল। অন্যান্য মৎস্যজীবীরা খোঁজাখুঁজি করলেও কোথাও সন্ধান পাননি৷ এরপর জুনপুট উপকূল থানার পুলিশকে জানায়। পুলিশ ও মৎস্যজীবী সংগঠনের আধিকারিকরা দফায় দফায় তল্লাশি শুরু করেন৷ শনিবার সকাল পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবী কোথাও সন্ধান পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জুনপুট উপকূল থানার পুলিশ৷ প্রসঙ্গত, সাম্প্রতিক এক মাস আগে পেটুয়া মৎস্য বন্দরে বন্দরের ঢুকার কিছুটা আগে একটি ট্রলার ডুবে যায়। টলারে মাঝি সহ বেশ কয়েকজন মৎস্যজীবী মৃত্যু হয়৷ তারপরেও একটি ট্রলার থেকে নিখোঁজ হয়ে য়ায় মৎস্যজীবী৷ একের পর এক বিপত্তির ঘটনায় মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।