নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৮,নভেম্বর :: বন্দেমাতারম গানের এর ১৫০ বছর উপলক্ষে মালদার ইংরেজ বাজারে দেড়শো জাতীয় পতাকা নিয়ে বিজেপির মিছিল । বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে শহরের বাধ রোডে,
বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়, বিজি রোড, গৌড় রোড হয়ে শহরের পোস্ট অফিস মোড়ে এসে মিছিল শেষ হয়। ইংরেজ বাজার শহরে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি কর্মী সমর্থকরা।

