বন্ধুত্বের হাত বাড়ালো আমেরিকা – মোদির প্রতিশ্রুতি প্রতিদান দেবেন

কলকাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শনিবার ৬,সেপ্টেম্বর :: আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে এগোতে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। বিভিন্ন কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে সামনে রেখে ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত সর্বদা বিশ্বাস করে ‘পারস্পরিক সম্মান ও সহযোগিতাই সম্পর্কের মূল ভিত্তি’। আমেরিকার এই ইতিবাচক উদ্যোগের প্রতিদান দিতে ভারতও সর্বাত্মক সহযোগিতার হাত বাড়াবে বলে তিনি আশ্বাস দেন।

কূটনৈতিক মহলের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ঘনিষ্ঠতা শুধু দুই দেশের স্বার্থ রক্ষা করবে না, বরং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন শক্তির ভারসাম্যও গড়ে তুলতে সাহায্য করবে।

রক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও সবুজ শক্তির ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই দুই দেশের আলোচনায় গতি এসেছে। মোদি ও বাইডেন সরকারের এই নতুন মেলবন্ধন আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =