নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২৯,আগস্ট :: বন্ধুদের গন্ডগোল থামাতে গিয়ে খুন হলো এক যুবক। মৃতের নাম সৌভিক দত্ত, উদিয়মান ফুটবলার। গ্রেফতার অভিযুক্ত। লিলুয়া থানার অন্তর্গত পটুয়া পাড়ার ঘটনা।
এলাকার ক্লাবে গনেশ পুজোর খাওয়া দাওয়া হচ্ছিলো সেখানেই দুই যুবকের মধ্যে বাধে গন্ডগোল। দুজনের গন্ডগোল থামাতে আসে সৌভিক দত্ত ওরফে সানু।
কথা কাটাকাটিতে পকেট থেকে চুরি বের করে সৌভিকের গলায় কোপ বসিয়ে দেয় অমিত রায় চৌধুরী নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় সৌভিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।সৌভিককে খুনের পর পালতে গেলে এলাকাবাসীর হাতে ধরা পরে যায় অমিত। পরে তাকে লিলুয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকার ভালো ছেলে, ভালো ফুটবল খেলোয়াড় হিসাবে পরিচিত সউভিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও RAF। অভিযুক্ত অমিত রায় চৌধুরী সহ আটক দুই। ফুটবলার সৌভিকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মোতায়ন করা হয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি।