বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হল এক যুবকের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১২,অক্টোবর :: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হল এক যুবকের।অবশেষে দামোদর নদ থেকে উদ্ধার হল তার নিথর দেহ। ঘটনাটি পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের উদয়পল্লী কাঞ্চননগর এলাকার। মৃত্যু হয় কাঞ্চননগর এলাকার বাসিন্দা ২১ বছর বয়সি দীপ সরকারের।জানা গেছে, গত ৯অক্টোবর বন্ধুবান্ধবদের সঙ্গে বর্ধমানের উদয়পল্লী এলাকায় দামোদর নদে ঘুরতে গিয়েছিল দীপ। সেখানে নৌকায় চেপে থাকা অবস্থায় হঠাৎই সে নৌকা থেকে লাফ দিয়ে পারে আসার চেষ্টা করে। কিন্তু নদীতে জল বেশি থাকায় এবং সে সাঁতার না জানায় নদীর জলে তলিয়ে যায়।

ঘটনার পর থেকেই শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি, কিন্তু দীপের কোনো সন্ধান মেলেনি। অবশেষে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত ৩২ বিঘা এলাকায় দামোদর নদ থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। জামালপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =