নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: আসানসোল,বন্ধুর জন্মদিনের পাটি থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম অভিজিৎ হাঁড়ি।ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ১৯ নম্বর জাতীয় সড়কের কালিপাহাড়ি।
জানা গিয়েছে বুধবার রাতে জামুরিয়ার শ্রীপুরে একটি রেস্টুরেন্টে বন্ধুর জন্মদিনের পাটি ছিল।সেই পাটি থেকে মোটরবাইক করে আসানসোলের ডামরা এলাকায় ফিরছিল তিন বাইক আরোহী।ফেরার সময় কালিপাহাড়ি মোড়ে একটি গাড়ি ওই মোটরবাইককে ধাক্কা মারে।
এই ঘটনায় বাইকে থাকা তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করে।আহত দুইজনকে বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।