নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: বন্ধু-বান্ধবদের নিয়ে মায়াপুর বেড়াতে গিয়েছিলেন স্বামী। আর সেই সময়েই বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত ভাতুরিয়া এলাকায়। মৃত গৃহবধূর নাম কাকলি ওরাও বয়স ২৩বছর।
জানা গেছে, বাড়িতে স্বামীর কয়েকজন বন্ধু এসেছিলেন। পরিকল্পনা ছিল তাদের সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার। তবে পরে পরিকল্পনা বদলে মায়াপুর বেড়াতে চলে যান তিনি। স্ত্রী কাকলি ওরাও বিষয়টি জানতে পেরে স্বামীকে ফোনে বাড়ি ফিরতে বলেন।
কিন্তু তিনি না ফেরায় পরবর্তী সময়ে পরিবারের লোকজন জানতে পারেন, কাকলি নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। দরজা না খোলায় সন্দেহ হয় এবং পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে কালনা হাসপাতালে পৌঁছান স্বামী। তিনি জানান, স্ত্রীর সঙ্গে কোনও রকম ঝগড়া বা মনোমালিন্য হয়নি। তবে ঠিক কী কারণে আত্মঘাতী হলেন কাকলি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।