নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: মঙ্গলবার ২৬,আগস্ট :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কূটনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
জার্মান এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ট্রাম্প একাধিকবার মোদিকে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু প্রধানমন্ত্রী সেই কল গ্রহণ করেননি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন উঠেছে—মোদি কি ইচ্ছে করেই ট্রাম্পকে এড়িয়ে যাচ্ছেন? নাকি এটি কেবল ব্যস্ত সময়সূচির কারণে সম্ভব হয়নি?
বিশ্লেষকদের মতে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ট্রাম্প এখন বেশ সক্রিয় এবং ভারতসহ এশিয়ার বড় দেশগুলোর সঙ্গে নিজের রাজনৈতিক অবস্থানকে জোরদার করতে চাইছেন।
অন্যদিকে, মোদি সরকার সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সঙ্গেই ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করে এসেছে। ফলে, ট্রাম্পের ফোন না তোলার ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে প্রশ্ন থেকেই যাচ্ছে—মোদি কি কৌশলগত কারণে নীরব, নাকি এর পেছনে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে?