নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২৯,আগস্ট :: বন্ধের সমর্থনে কোচবিহার শহরের মরাপড়া চৌপথী এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির ।
খবর পেয়ে পুলিশ এসে বিজেপি কর্মীদের জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে আটক করে নিয়ে যায়। অবরোধে শামিল মাথাভাঙ্গা বিজেপি বিধায়ক সুশীল বর্মনকেও পুলিশ টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় ।