নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৮,মার্চ :: লোহা চোর ধরতে এবার দলবল নিয়ে বন্ধ কারখানার ভেতর ঢুকে পড়লেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাতে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত জেশপ কারখানার ভেতর ঢুকে পড়লেন খোদ বিজেপির এই জেলা নেতা। অভিযোগ অনেকবার অভিযোগ করা হয়েছে কিন্তু কাজের কাজ না হওয়াতেই তিনি বাধ্য হয়ে আজ দুষ্কৃতী নিধনে মাঠে নামলেন।
গন্ডগোলের শুরু সোমবার সন্ধ্যা নাগাদ। রঞ্জিত নামে বিজেপির এক কর্মী সিটি সেন্টার থেকে বাড়িতে ফিরছিলেন, হটাৎই তিনি দেখেন দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের ভগত পল্লী সংলগ্ন জেশপ গেটের একটা অংশে কাটার মেশিন লাগিয়ে লোহা কাটা হচ্ছে।
এরই প্রতিবাদ করলে তাকে প্রানে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এর পরপরই বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা সটান ঢুকে পড়েন বন্ধ জেশপ কারখানার ভেতরে,ঘুরে দেখেন এলাকা, খোঁজ চালান লোহা চোরদের। কিন্তু সেই সময় কোন চোরেদের দেখা মেলেনি।
বিজেপি নেতার অভিযোগ, শুধু জেশপ কারখানা নয়, মা চন্ডি থেকে শুরু করে আরো বেশ কয়েকটি বেসরকারি সরকারী বন্ধ কারখানায় দিব্বি চুরি চলছে, চুরি হয়ে যাচ্ছে কারখানার লোহার যন্ত্রাংশ , পুলিশকে বারবার বলেও কাজের কাজ না হওয়াতে বাধ্য হয়ে এই সম্পত্তি বাঁচাতে তিনি রাতে নেমেছেন লোহা চোরদের ধরতে।
প্রসঙ্গত, রাতের অন্ধকারে জেশপ কারখানায় ঢুকে চক্ষু চড়ক গাছ,। রীতিমতো কারখানার ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা বানিয়ে চলছে লোহা চুরি, ভেঙে দেওয়া হয়েছে কারখানার পাঁচিলও।