নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ড চত্বরে এসইউসিআই কমিউনিস্ট পার্টির সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করলো সোমবার সকালে বন্ধ সফল করার উদ্দেশ্যে। বামফ্রন্টের পক্ষ থেকে ৪৮ ঘণ্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আনিস খান কাণ্ডের প্রতিবাদ জানিয়ে।বামফ্রন্টের বন্ধের প্রথম দিনে বন্ধ সফল করবার জন্য কান্দি বাসষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই কমিউনিস্ট পার্টির সদস্যরা। পরবর্তীকালে কান্দি থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ বন্ধ করে কান্দি শহরের ভিতরে মিছিল সংগঠিত করে এসইউসিআই কমিউনিস্ট পার্টির সদস্যরা।