নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৮,সেপ্টেম্বর :: সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছল। রবিবার ওই পুজোর মাঠে সভা মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতা অর্জুন সিং বিস্ফোরক মন্তব্য করেন।
তিনি বলেন, “সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো যদি বন্ধ করা হয়, তাহলে বাংলায় আগুন জ্বলবে। বাংলার মানুষ এর প্রতিবাদে রাস্তায় নেমে আসবে।”
বন্ধ হয়ে যেতে পারে সন্তোষ মিত্র স্কয়ার এর পুজো। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো মাঠ। শিয়ালদহ স্টেশন থেকে ৭০০ মিটার এর দূরত্ব মণ্ডপ সেখানে ৩-৪ কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের।
সজল ঘোষ এর অভিযোগ পুলিশ চাইছে কোনো দুর্ঘটনা ঘটুক যাতে পুজো কমিটিকে ব্যান করে দেওয়া যায়। অর্জুন সিং-এর পাশে ছিলেন সজল ঘোষ। তাঁকেও সমর্থন করে অর্জুন বলেন, “সজলকে একা লড়তে হবে না, আমি তাঁর সঙ্গে আছি। এই লড়াই শুধু এক জনের নয়, সমগ্র বাংলার মানুষের।”
রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি ধর্মীয় উৎসবকে ব্যবহার করে অযথা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তবে বিজেপির বক্তব্য, দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব, সেটিকে কেন্দ্র করে যদি কোনো প্রকার বাধা দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করবেই।
এদিকে, শহরের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্গাপুজোকে কেন্দ্র করে এমন হুঙ্কার নির্বাচনমুখী রাজনীতিকে আরও উত্তপ্ত করবে। কলকাতার রাস্তায় এখন থেকে উত্তেজনা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।