নিজস্ব সংবাদদাতা :: ময়নাগুড়ি :: সংবাদ প্রবাহ :: কোথাও যদি লোকালয়ে বন্যপ্রাণী উদ্ধার কিংবা গভীর রাতে সাপ উদ্ধার ফোন আসে ছুটে যান ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। দারুন সুনামের সঙ্গে কাজ হচ্ছে ময়নাগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। এবার বন্যপ্রাণী উদ্ধারের পাশাপাশি নতুন কাজে এগিয়ে এলেন ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। রবিবার থেকে তাদের নতুন রাস্তা চলা শুরু । বন্যপ্রাণী উদ্ধারের পাশাপাশি তারা আপৎকালীন উদ্ধারকারী দল গঠন করল রবিবার।
যেকোনো প্রাকৃতিক বিপর্যয় হোক অথবা দুর্ঘটনা , উদ্ধার কার্যে এগিয়ে যাবেন ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। প্রাথমিকভাবে প্রশিক্ষণ নেওয়ার পর তারা কাজ করবেন । এক ফোনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই দল বলেও জানা গিয়েছে। সংগঠনের তরফে থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির সাথে প্রশিক্ষণ নেওয়ার পর কর্মীদের প্রস্তুতি হবে। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দকুমার রায় জানান বিশেষ উদ্ধারকারী দল তৈরি হলো ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের তরফে । বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ,দুর্ঘটনা থেকে উদ্ধার কাজে সাহায্যর হাত বাড়িয়ে দেবে এই দল। প্রাথমিক প্রস্তুতির পর জেলাশাসকের নিকট আবেদন করা হবে।