বন্যার জলে অচল শীতলগ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অস্বাস্থ্যকর পরিবেশে বিপন্ন শিশু শিক্ষা ও পুষ্টি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: শনিবার ৬,সেপ্টেম্বর :: বীরভূম জেলার নলহাটি দু নম্বর ব্লকের শীতলগ্রামের বলরামপুর গ্রামে বন্যার জলে অচল হয়ে পড়েছে শিশু শিক্ষার প্রথম পাঠশালা অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

বন্যার পর গ্রামে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এলেও বলরামপুরের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আজও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। উঠোনে জমে থাকা বন্যার জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ফলে ছোট ছোট শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মাণী নদীর পাড়ে অবস্থিত হওয়ায় প্রায়ই সেখানে সাপ, ব্যাং, মশা ও মাকড়সার উপদ্রব বেড়ে যায়। এর ফলে শিশুদের পড়াশোনা তো লাটে উঠেছে, পাশাপাশি স্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে বড়সড় আশঙ্কা।

অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতরে ফাটল ধরা দেয়াল ও বসে যাওয়া মাটির কারণে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্তমানে শিশুদের মিড ডে মিল চালিয়ে রাখতে নদীর ধারে খোলা জায়গায় রান্না করতে বাধ্য হচ্ছেন আইসিডিএস কর্মীরা। পাঁচ বছরের নিচে ২৮ জন শিশু এবং ৭ জন গর্ভবতী মহিলা—মোট ৩৫ জনের খাবার রান্নার দায়িত্ব সামলাচ্ছেন তাঁরা।

তবে বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে রান্না সম্ভব না হওয়ায় সেই দিনগুলিতে কার্যত বন্ধ রাখতে হয় রান্না। এতে শিশুদের পুষ্টি ও নিয়মিত খাদ্য সরবরাহে বড় সমস্যা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 3 =