নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের পারশিপুর গ্রামে হৃদয়বিদারক দুর্ঘটনা। বন্যার জল দেখতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল মাত্র ৭ বছর বয়সী এক ছাত্রীর।
মৃতার নাম মানসী প্রামাণিক। সে স্থানীয় অনন্তপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা সঞ্জয় প্রামাণিক পেশায় ভিনরাজ্যের শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের এলাকায় ৪-৫ জন শিশু একসাথে বন্যার জল দেখতে গিয়েছিল। সেই সময় পা পিছলে পুকুরে পড়ে যায় মানসী।
সঙ্গে থাকা শিশুরা দৌড়ে গিয়ে বিষয়টি জানায় তার পরিবারকে। খবর পেয়ে ছুটে আসেন পরিবার ও গ্রামবাসীরা। তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় মানসীকে। ঘটনার খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানার কুম্ভীরাফাঁড়িতে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিয়ে যায় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মানসীকে মৃত বলে ঘোষণা করেন।
পরদিন বৃহস্পতিবার, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। গোটা এলাকাতেই ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।