বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চেরিটেবল ট্রাস্ট।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ১৫,অক্টোবর :: বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চেরিটেবল ট্রাস্ট। সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস জানান কয়েকদিন পূর্বে উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত হয়েছে উওরবঙ্গের বেশ কয়েকটি জেলা।

বন্যা কবলিত এলাকায় আমাদের সংঘঠনের সদস্যরা সর্বদা সর্বদা নজর রাখছেন এবং যথা সাধ্য সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ সংগঠনের পক্ষ থেকে নাগরাকাটা থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত বেশ কিছু এলাকায় অসহায় পরিবারদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

আজকের এই মহতি কাজে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, সভাপতি জিয়াউর রহমান, আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক মুফতী আজিমুল হক

কোচবিহার জেলা কমিটির সম্পাদক আবদুল জলিল, সভাপতি মহসীন আলী, কোষাধ্যক্ষ কারী বজলুর রহমান সাহেব ,মাথাভাঙ্গা দুই নং ব্লক কমিটির সম্পাদক হাফিজ শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 12 =