কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩০,সেপ্টেম্বর :: উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে। পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ফুলাহার নদীতেও।তাই নদী তীরবর্তী গ্রাম গুলোতে পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া।
পাশাপশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরী বৈঠক হয়। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকে এসেছি।
এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতের ফুলহারের জল ঢুকেছে।মুখ্যমন্ত্রী নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে । পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে।পানীয় জলের জন্য ৩০ টি টিউবওয়েল বসানো হবে।