নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শনিবার ৪,জানুয়ারি :: বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্লানের কাজ শুরুর আগেই প্রতিবাদ এবং প্রতিরোধ। দাসপুর ১ ব্লকে চন্দ্রেশ্বর নদী খনন করতে দেওয়া হবে না, এই দাবিতে এলাকার মানুষ মিছিল মিটিং করলেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন সিঙ্গুরের মতো জমি আন্দোলন তারা করবেন।
এই উদ্দেশ্যে তৈরি হয়েছে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি। ওই কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বেরা বলেন, চন্দ্রেশ্বর খাল খনন করতে দেওয়া হবে না এবং জমি অধিগ্রহণ ও করতে দেওয়া হবে না। কারণ যদি এই কাজ হয় তাহলে ঘাটাল বাঁচাতে গিয়ে দাসপুরের ৮৪ টি মৌজা বেশি জলমগ্ন হবে। দুই বা তিন ফসলি জমির ফসল নষ্ট হবে।।
কারণ দাসপুরে চাকুরীজীবীর সংখ্যা কম এবং শিল্প নেই। ওই এলাকার মানুষজন কৃষির উপর নির্ভরশীল। শুক্রবার বিকেলে দাসপুরের চাঁদপুরে পার্শ্ববর্তী এগারোটি গ্রামের মানুষজন সমবেত হন এবং মিছিল করেন। তারা সাংসদ দেবের নাম উল্লেখ করে বলেন দেব এলেও তারা এই কাজ করতে দেবেন না।।
এদিকে এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত বলেন, আলোচনার টেবিলে বসতে হবে। তবে তিনি আশা প্রকাশ করেন, দাসপুরের মানুষ সৃজনশীল। ছোট ছোট ত্যাগের মাধ্যমে ঘাটাল মাস্টারপ্ল্যান হলে ঘাটাল মহকুমায় বন্যা প্রতিরোধ হবে।