নিজস্ব সংবাদদাতা :: :: কলকাতা :: বৃহস্পতিবার ৩,অক্টোবর :: দুই বঙ্গ বন্যায় নাজেহাল। বন্যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বন্যার জন্য কেন্দ্রেকে দায়ী করে ‘ম্যানমেড বন্যা’ বলেছেন। বলেছেন, কেন্দ্র কোনো সাহায্য করছে না।
ঠিক সেই সময় মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শার বার্তা – পশ্চিমবঙ্গেকে বন্যার সাহায্যে কেন্দ্র ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করল। স্বাভাবিক কারণেই খুশি রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ১৩টি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে। সবমিলিয়ে ১৪টি রাজ্যের জন্য ৫৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র যে রাজ্যগুলির পাশে রয়েছে, সেকথা জানান তিনি। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মানুষের পাশে আছে কেন্দ্র সরকার।
দ্রুত যাতে সব রাজ্যের হাতে টাকা চলে আসে, সেই ব্যাপারটাও তিনি উল্লেখ করেছেন। এক্স হ্যান্ডলে অমিত শাহ জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্যগুলির সবসময় পাশে রয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১৪টি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য ৫৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করেছে। মহারাষ্ট্রের জন্য বরাদ্দ করা হয়েছে ১৪৯২ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ পেয়েছে ১০৩৬ কোটি টাকা। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ৪৬৮ কোটি টাকা।