নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বয়স মাত্র ২১ মাস। আর এই বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করে ফেলেছে নদীয়ার কৃষ্ণনগর মল্লিক পাড়ার অদৃশা অধিকারী। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে শুরু করে ফুল ফল পাখির নাম সহ সাধারণ জ্ঞানও তার ঠোটস্থ। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন মা টিউশনি করেন।
তবুও অদৃশাকে একটু একটু করে সময় দিয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে এই সাফল্যের অংশীদার হয়েছেন তিনি। নিজের মেয়েকে এভাবে গড়ে তুলবেন সেটা অনেক আগে থেকেই স্বপ্ন দেখতেন অদৃশার মা। আর সেই বাস্তবটাকেও সত্যিতে পরিণত করলেন। আকৃতির মুখ দিয়ে অনায়াসে ঝরছে ফুলঝুড়ি। সেটা অ আ ক খ ই হোক কিংবা এ বি সি ডি।
ফুলের রং থেকে ফলের নাম কোনটাই অজানা নয় অদৃশার। আর তাইতো এই সাফল্য। অদৃশার এমন সাফল্যে গর্বিত পরিবারের অন্যান্য সদস্য সহ প্রতিবেশীরাও।