নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বরানগর :: বরানগর পৌরসভায় এলাকায় বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে।স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বরানগর পৌরসভার উদ্যোগে জনগণের মধ্যে সতর্কবার্তার লিফলেট প্রচার করছেন। এলাকায় ফ্লেক্স লাগিয়ে সেখানে কি করতে হবে সেটা লিখে দেওয়া হচ্ছে।
বরানগর পৌরসভার ৩৪ টি ওয়ার্ড একটি টিম গঠন করে তাদের সাথে ভেক্টর কন্ট্রোল টিমকে সংযুক্ত করা হয়েছে। জমা জলের আধার পাত্র দেখলেই সেই টিমের সদস্যরা সেগুলোতে ডেঙ্গুর লার্ভা আছে কিনা খতিয়ে দেখছে। স্প্রে করা হচ্ছে মশার তেল। যে সমস্ত বাড়িগুলোতে জঞ্জাল হয়ে আছে সে সমস্ত বাড়িগুলি লাগানো হচ্ছে নোটিশ বোর্ড।