নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৫,অক্টোবর :: সোনার দোকানের ভিতর থেকে উদ্ধার ওই দোকানের মালিকের দেহ। হাত-পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। চার থেকে পাঁচ জন মিলে এই ঘটনা ঘটিয়েছে। দোকানের ভেতরে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ও বন্ধ করে দেয় দুষ্কৃতীরা।কি কারনে খুন তার তদন্ত করছে বরানগর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের পাশাপাশি কত সোনা , রুপা খোয়া গিয়েছে সেটিও দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে একটি জনবহুল জায়গা যেখানে প্রচুর মানুষ যাতায়াত করে রয়েছে অনেক সোনার দোকান। সেই রকম একটি জায়গায় কিভাবে এই খুন হল তা নিয়ে উঠছে প্রশ্ন।