নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ৩,আগস্ট :: বর্তমানে জলপাইগুড়ি শহরের বেশিরভাগ রাস্তাই বেহাল, খানাখন্দে ভরা। শহরের অলিগলিগুলোর অবস্থা আরোই খারাপ। বেহাল রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে নিত্যদিন দুর্ঘটনা লেগেই রয়েছে।
বৃষ্টি হলেই জল কাদা আর রোদ থাকলে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় ধুলো ফ্রি৷ বলছেন পথ চলতি মানুষরা। এক টোটো চালক জানান, ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই টোটোর যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। রাস্তা ঠিক হলে ভালোই হয়।
যদিও কিছুটা আশার কথা শোনালেন পুরমাতা পাপিয়া পাল। তার দাবি পূজার আগে প্রায় ৪ কোটি ব্যয়ে সংস্কার করা হবে পুর এলাকার বেশ কিছু রাস্তা।যদিও এই ঘোষণার পরেও পুরবাসীদের অনেকেই পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না।
তারা বলছেন, বর্তমানে পুর পরিষেবা তলানিতে এসে ঠেকেছে এটা বাস্তব। তবে তার মধ্যেও রাস্তা সারাই হলে তো ভালোই। কিন্তু রাস্তা ভালোমত সারাই করতে হবে, যাতে তা অনেকদিন টেকে। আর পূজার আগে হলে তো আরো ভালো। তবে ঘোষণাতো অনেকেই হয়। দেখা যাক কতটা কি হয়।