বর্তমান প্রজন্মকে মোবাইল টিভির আসক্ত থেকে মুক্ত করতে দাবা প্রতিযোগিতার আয়োজন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৪,এপ্রিল :: দার্জিলিং জেলা দাবা সংস্থার পরিচালনায় “আমরা সবাই নতুন দিশা” ও রবীন্দ্র সংঘের উদ্যোগে এদিন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রবীন্দ্র সংঘ ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতা তে অন্তত দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এমনটাই জানা গিয়েছে।

এবারে এই প্রতিযোগিতা দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করলো। আন্ডার এইট , আন্ডার টেন, আন্ডার টুয়েলভ , আন্ডার ফর্টিন, আন্ডার সিক্সটিন সহ উন্মুক্ত বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। “আমরা সবাই নতুন দিশা” সংস্থার সদস্যরা জানিয়েছেন মূলত নতুন প্রজন্মকে মোবাইল ও টিভির আসক্তি থেকে মুক্ত করতে তাদের এই দাবা প্রতিযোগিতার আয়োজন।

বর্তমান প্রজন্মের যাতে বুদ্ধির বিকাশ ঘটে , এছাড়া তারা যাতে দাবা খেলার প্রতি আগ্রহ প্রকাশ করে সেই জন্যই এই প্রতিযোগিতার আয়োজন।

পাশাপাশি তারা আরো জানান যথেষ্ট সাড়া পেয়েছেন। শিলিগুড়ি তো বটেই সিকিম জলপাইগুড়ি কিশানগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উৎসাহ ছিল দেখার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =