নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৮,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অদূরেই একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে । পরিবারের সদস্যদের হাত পা,মুখ বেঁধে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে প্রায় ১৬ জনের একটি সশস্ত্র দুস্কৃতীদল ৷
পরিবারের কর্তা আউশগ্রামের পলাশতলা পাড়ার বাসিন্দা অনিলকান্তি দত্ত জানান, তিন ভরি সোনা,পাঁচ ভরি রূপোর গহনা, ৩০০ মার্কিন ডলার, ৩০০০ জাম্বিয়ার মুদ্রা,দামি দামি পোশাকের পাশাপাশি পরিবারের সকলের আধার, ভোটার, প্যান কার্ডসহ বিভিন্ন পরিচয়পত্র নিয়ে পালিয়েছে দুস্কৃতীরা ।
এদিকে থানার কার্যত নাকের ডগায় একটা বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । এনিয়ে সোমবার তীব্র ক্ষোভের পাশাপাশি ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।জানা গেছে,পলাশতলা পাড়ার বাসিন্দা অনিলকান্তি দত্তের তিন ছেলে । বড় ছেলে অপূর্ব কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকায় থাকেন ।
বাকি দুই ছেলেও দুই ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । অনিলকান্তিবাবুর মেজ ছেলে অনুপের দিন সাতেক আগে বিয়ে হয় । সেই কারনে পরিবারের সকল সদস্য গ্রামের বাড়িতে জড়ো হয়েছে । যদিও অনুপবাবু বর্তমানে শ্বশুরবাড়িতে রয়েছেন । রবিবার রাতে খাওয়া দাওয়া সেরে দু’তলা পাকা বাড়ির একটা ঘরে একাই ঘুমচ্ছিলেন অনিলকান্তিবাবু।
পাশাপাশি আরও তিনটি ঘরে দুটি শিশুসহ পরিবারের মোট আটজন সদস্য ঘুমচ্ছিল ।অনিলকান্তিবাবু বলেন,’তখন রাত্রি প্রায় সাড়ে বারোটার আশপাশে হবে । সেই সময় গেট থেকে দুমদাম আওয়াজ শুনতে পাই । আমি কিছু বুঝে ওঠার আগেই প্রায় ১৫-১৬ জনের সশস্ত্র দুস্কৃতীদল গেটের তালা ভেঙে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে ।
আমার ঘরের দরজা খোলাই ছিল । দুস্কৃতীদের একটা দল প্রথমে আমার ঘরে এসে ঢোকে । তারা আমার হাত-পা বেঁধে ফেলে । আমার চিৎকারে আমার দুই ছেলে ছুটে এলে তাদেরও বেঁধে ফেলে দুষ্কৃতীরা । তারপর তারা চারটি দলে ভাগ হয়ে পাশাপাশি চারটি ঘরে ঢুকে লুটপাট চালায় ।’।