নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে শব্দ দূষণ রোধ করতে হঠাৎই বর্ধমানের কার্জন গেটের সামনে জি টি রোডে বাসের মধ্যে লাগানো এয়ার হর্ন বাজেয়াপ্ত করল পুলিশ। এই অভিযানে নেমে পুলিশ বিভিন্ন রুটের বাসের মধ্যে লাগানো এয়ার হর্ন খুলে ফেলে। পুলিশের এই অভিযানে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
তাদের বক্তব্য অহেতুক মাঝেমধ্যেই বাস হর্ন মারে, শব্দ দূষণের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত বা পেস মেকার বসানো রুগীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই এই কাজের জন্য সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে পুলিশ প্রশাসনকে