নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ৭,মে :: পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেহাটা গ্রামে স্থানীয় এক বাসিন্দা নিকাশি নালা বুঝিয়ে নিজের চাষ যোগ্য জমি করছেন উঁচু। ফলে বর্ষার সময় স্থানীয় এলাকার বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হবে, স্থানীয় বাসিন্দা রমেশ ঘোষ কে বিষয়টি বলার পরও তিনি বিষয়টি নিয়ে কোন কর্ণপাত করেননি।ফলে বিষয়টি নিয়ে কালনা দু’নম্বর ব্লকের বিডিও এবং স্থানীয় পঞ্চায়েত লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ জনবসতির মধ্যে দিয়ে মাটি বোঝাই ট্রাকটার নিয়ে যাওয়ার সময় যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা, এমনকি গ্রামের ঢালাই রাস্তাও হচ্ছে বেহাল, আর এলাকার নিকাশী নালা বুঝিয়ে ফেলার কারণে এলাকায় উঠবে জল।
জলে বর্ষার সময় আশেপাশের সব বাড়ি গুলি ক্ষতিগ্রস্ত হবে। এই দাবি নিয়েই এদিন মঙ্গলবার এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। এ প্রসঙ্গে অভিযোগ ওঠা ওই ব্যক্তির দাবি ড্রেনের জন্য ওরা আমার জায়গা চেয়েছিল। আমি দু ফুট দিতে রাজি হয়েছি, ওরা মানতে রাজি নয়। ওরা তিন ফুট চাইছে, আর সেই কারণেই এই অভিযোগ করছে।
এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েতের প্রধান তিনি বলেন দুই পক্ষই একটি করে আবেদন জমা দিয়েছে, বিষয়টি নিয়ে তাদের সাথে বসা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি।