বর্ধমানের তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৫,জানুয়ারি :: গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানদিঘী ও বর্ধমান থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। বর্ধমানের তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হল। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রাহা নামে এক গাড়ি চালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজা পাচার হওয়ার আগাম খবর গোপন সূত্রে পাওয়া গিয়েছিল। তারপরই বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। বিশেষ তদন্তকারী দলের তরফে নাকা চেকিংয়ের ব্যবস্থা হয়। এদিন সকালে একটি ছোট চার চাকার গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। সেই গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।

কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় গাড়ি তল্লাশি। ভিতর থেকে পাওয়া যায় বেশ কয়েকটি বড় আকারের পার্সেল। সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে গাঁজা।ডিএসপি ডিএন টি সুব্রত মন্ডল জানান ১১টি প্যাকেট থেকে মোট ৭১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ৫০লাখ টাকা ।

বর্ধমান ১ ব্লকের উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সঞ্জয় রাহা নামে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বীরভূমের সাইথিঁয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + thirteen =