নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৩,জুলাই :: বর্ধমানের মেটাল ডিভিসি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে স্কুল ছাত্র-ছাত্রীদের অবরোধ। ফ্লাইওভারের দাবী জানিয়ে তারা জাতীয় সড়কে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের সাথে যোগ দেয় স্থানীয় এলাকার বাসিন্দারাও।ছাত্রছাত্রীদের অভিযোগ ফ্লাইওভার না থাকায় দুর্ঘটনার ভয়ে তারা জাতীয় সড়ক পারাপার হতে পারে না। তাই প্রায় তিন কিলোমিটার ঘুরপথে স্কুল যেতে হয় তাদের । স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। এদিন পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা এই অবরোধে শামিল হয়েছিল।
তারা জেলা শাসককে ঘটনাস্থলে আসার দাবী জানাতে থাকে। যদিও শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসের পর তারা অবরোধ তুলে নেয়। তবে এই অবরোধের জেরে জাতীয় সড়ক যে যানজট তৈরি হয় তা স্বাভাবিক করতে হিমশিম খেতে হয় পুলিশকে।
ছাত্র ছাত্রীদের দাবি যদি অবিলম্বে ফ্লাইওভারের ব্যবস্থা না হয় তাহলে পরবর্তী সময়ে আরো বৃহত্তর আন্দোলন তারা শুরু করবে।