নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শহরের কাঞ্চননগর এলাকায় কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দিরে নিত্যদিন দুপুরে মহাভোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । প্রতিদিন কুপনের মাধ্যমে ৫০০ জন সেই ভোগ খেতে পারবেন।
কালী মন্দিরটি বর্ধমানের রথ তলায় অবস্থিত। যেখানে যেতে অনেকই সমস্যা হয়ে থাকে। তাই সমস্যা দূর করতে বর্ধমান কার্জন গেট চত্বর থেকে কঙ্কালেশ্বরী মন্দির পর্যন্ত একটি বাস চালু করা হলো। শ্রীমতি হীরা রানী হাজরা এই বাসটি দান করেছেন।শনিবার বাসটির শুভ উদ্ভোধন হলো বর্ধমানের টাউনহল থেকে। জানা যায় কার্জনগেট থেকে বাসটি ছেড়ে রথতলা কঙ্কালেশ্বর কালি মন্দিরে যাবে।
কার্জনগেট থেকেই মন্দির যাত্রীদের নিয়ে রওনা হবে, শুধুমাত্র মন্দির যাত্রীরা এই বাসে উঠতে পারবে অন্য কেউ পারবে না। বিধায়ক খোকন দাস বলেন, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এরকম অনেক কাজেই বর্ধমানের বুকে করে আসছেন ভবিষ্যতেও করবেন।
বর্ধমান শহর থেকে কাঞ্চননগর অনেকটাই দূরত্ব তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দিনে দুবার করে এই বাস যাতায়াত করবে তাতেই যাত্রীরা যাবে। মন্দির যাত্রী ছাড়া অন্য কোন যাত্রী এই বাসে উঠতে পারবে না।