নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৬,সেপ্টেম্বর :: হকারদের আটক করা ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জড়িমানার প্রতিবাদে বর্ধমানের রেল সুরক্ষা বাহিনীর অফিস ঘেরাও করল হকাররা। শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল আশ্রিত হকার ইউনিয়ন। তাদের দাবী, আর.পি.এফের হাতে আটক হওয়া ছয়জন রেল হকার কে অবিলম্বে ছেড়ে দিতে হবে।
অভিযোগ, আর.পি.এফ সব সময় ট্রেনে ও প্লাটফর্মে হকারির কাজ করতে বাধা দিচ্ছে। হকারদের রেল স্টেশনে হকারি করতে দেওয়ার জন্য অধিকাংশ সময় মোটা টাকা মাসহারা হিসাবে চাওয়া হচ্ছে। সেই টাকা না পেলে কেসের নাম করে হকারদের আটক করছে আর.পি.এফ।
প্রতিনিয়ত এই অত্যাচারের প্রতিবাদে ও আটক হকারদের ছাড়ার দাবীতে দীর্ঘক্ষন ধরে আর.পি.এফ অফিস ঘেরাও হয়েছিল। আর.পি.এফ সূত্রে খবর, রেল স্টেশন ও ট্রেনের মধ্যে বেআইনি ভাবে হকারি করার উপর অভিযান চলছে রেলের।