নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৭,মার্চ :: বর্ধমানের লাকুড্ডি জলকল এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ । মৃত ব্যক্তির নাম স্বপন সাহা বয়স ৬৫ বছর। মৃতের পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং তিনি ভেবে নিয়েছিলেন তার কোন কঠিন রোগ হয়েছে।
সেই মানসিক অবসাদে তিনি এ ধরনের কাজ করেছেন। সকালে তাকে ঘুম থেকে উঠতে না দেখে জানলার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে ।