বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কে আমরা এলাকায় চলন্ত বালি বোঝায় লরির চাকা ফেটে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৫,মার্চ :: বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কে আমরা এলাকায় চলন্ত বালি বোঝায় লরির চাকা ফেটে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসার আগেই স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় জল ও বালি দিয়ে নিভিয়ে ফেলেন সেই আগুন।

কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালি বোঝাই লরিটি।ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।চালকের মুখ থেকে জানা যায় বালি বোঝাই লরিটি চুরুলিয়া থেকে কলকাতা অভিমুখে যাওয়ার পথেই চলন্ত অবস্থায় শক্তিগড়ের আমরা মোড়ের কাছেই হঠাৎ চাকা ফেটে আগুন ধরে যায় চাকায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 17 =