নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৬,মার্চ :: খোল-কত্তাল নিয়ে বর্ধমান শহরের হোলী তে মাতলেন মঙ্গলবার বর্ধমান-দূর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃতি আজাদ। এদিন কর্মী সমর্থকদের নিয়ে হোলী রঙে মাতলেন তিনি,মাখলেন সবুজ আবির। রাজ্যের সর্বত্র হোলী সোমবার পালিত হলেও বর্ধমানের রাজা প্রচলিত নিয়ম ও ঐতিহ্য মেনে হোলী মঙ্গলবার পালিত হয় বর্ধমানে।
সেই হোলীতে যোগ দিতে মঙ্গলবার বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় স্থানীয় বিধায়ক খোকন দাসকে সঙ্গে নিয়ে পৌঁছে যান তিনি। এখানে “মা কঙ্কালেশ্বরী” মন্দিরে পূজো দিয়ে খোল-করতাল ও সবুজ আবির নিয়ে বেরিয়ে পড়েন জনসংযোগ ও প্রচার সারতে।
এদিন কীর্তি আজাদকে দিলীপ ঘোষ সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথমে দিলীপ বাবুকে হোলীর শুভেচ্ছা জানাচ্ছি এবং ভোটের ময়দানে যখন এসেছেন লড়াই হবে। আমি তো স্থানীয় বিধায়ক সহ বাসিন্দাদের নিয়ে লড়াই করবো, কিন্তু ওনাকে মেদিনীপুর থেকে লোক নিয়ে এসে ভোটে লড়তে হবে।
তিনি আরও বলেন,প্রথম থেকেই বিজেপির নেতা-কর্মীদের অহংকার রয়েছে, আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ কর্মী-সমর্থকদের আশির্বাদ নিয়ে ভোটের ময়দানে বিজেপি কে ছক্কা মেরে দেবো