নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১০,আগস্ট :: অভয়ার মৃত্যুর এক বছর এক পূর্ণ হল । আবারো বিচারের দাবিতে সোচ্চার রাজ্যের বিভিন্ন প্রান্ত। বর্ধমান শহরের কার্জন গেট চত্ত্বরে “মানবী অর্ধেক আকাশ” এবং “অভয়া মঞ্চে”র পক্ষ থেকে
দোষীদের শাস্তি এবং বিচারের দাবিতে আন্দোলনে সামিল হন এই দুই সংগঠনের সদস্য সহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কিছু চিকিৎসক।
এদিন মোমবাতি জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান।কার্জন গেট চত্বরে সমবেত হয়ে নাটক এবং আবৃত্তির মধ্যে দিয়ে ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলেন। মূল অভিযুক্তকে ধরার দাবি তুললেন তারা। আগামী দিনেও তারা এভাবে আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে, এমনটাই জানিয়েছেন তারা।