নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১,জানুয়ারি :: বর্ধমানে উদ্বোধন হলো খাদি মেলার। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি এবং বস্ত্র দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ খাদি ও শিল্প দপ্তরের উদ্যোগে সারা বাংলাব্যাপী অনুষ্ঠিত হচ্ছে খাদি মেলার, আর সেই মর্মেই আনুষ্ঠানিক উদ্বোধন হয় খাদি মেলার।
জানা গেছে মেলা চলবে , আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ। খাদি মেলার শুভ অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন বর্ধমান জেলা শাসক আয়েশা রানি এ,
জেলা সভাধিপতি শ্যামাপ্রশন্ন লোহার, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকুলি গুপ্ত তা, বিধায়ক খোকন দাস,সহ বিশিষ্ট জনেরা।মোট ১০০টি ষ্টল রয়েছে এই মেলায় বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।