নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩,ডিসেম্বর :: এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী। বাপেরবড়ি থেকে টাকা আনতে চাপ এবং সেই টাকা না আনাতেই মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে মৃতার পরিবারের দাবি। দেহ শনিবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।মৃতার নাম অর্পিতা মাজি(১৯)।

পরিবারের দাবি, তাকে খুন করে ওড়নার ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর শুক্রবারই দেওয়ানদিঘী থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতেই স্বামী পরিতোষকে পুলিশ গ্রেফতার করে।