বর্ধমানে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: বর্ধমানে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শহরের জোড়া মন্দিরের কাছে পাঞ্জাবি পাড়া পেট্রোল পাম্পের সামনে অনুষ্ঠিত একটি চা চক্রে যোগ দেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

সেখানে তিনি রাজ্য সরকারকে একের পর এক বাক্যবাণে তীব্র আক্রমণ করেন। দিলীপ ঘোষ বলেন, “যাদের স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা, তাদের আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে, তা সবাই বুঝতে পেরেছেন”।

তিনি আরও বলেন, “হিন্দুরা নিজের জেলা ছেড়ে অন্য জেলায় চলে যাচ্ছে, একদিকে হাহাকার, অন্যদিকে হাহাকার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই সমস্যাগুলোর সমাধান করতে না পারলেও, জগন্নাথ মন্দির তৈরি করে ক্ষমা চাইছেন। কিন্তু পাপ ক্ষয় হবে না, পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে”।

রাজ্যের জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “জগন্নাথ মূর্তি ভেসে এসেছে বলে একটা ভাঙা মূর্তি নিয়ে মিথ্যে প্রচার করছে তৃণমূল,

ঠিক তেমনি ভাবে ট্রেন বন্ধ হচ্ছে বলে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। ভোট মানুষ দেবেন, ভগবান দেবেন না। ভগবান সব জানেন, তিনি জানেন কার মনে কী আছে”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =