নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: কলেজের অধ্যাপিকার অভিযোগে তার ড্রাইভারকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত ব্যক্তি বর্ধমানের বড়নীলপুরের আনন্দপল্লীর বাসিন্দা সুরজিৎ দাস। মহিলার অভিযোগ,সুরজিৎ তার গাড়ির চালক হলেও তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল ।বৃহস্পতিবার রাতে মহিলাকে বাড়িতে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ।
শুক্রবার কর্মসূত্রে বাঁকুড়ার থেকে বাসে করে বাড়ি ফেরার পথে সুরজিৎ ফোনে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই প্রাণসংশয়ের আশঙ্কা করে তিনি সামাজিক মাধ্যমে সাহায্য চেয়ে পোষ্ট করেন ফেসবুকে। পোষ্ট দেখে এদিন সন্ধ্যায় বর্ধমান থানার পুলিশ তাকে উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত ড্রাইভারকে গ্ৰেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।