উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: মাধব ডিহি থানার ছোটো বই নান গ্রামে দুস্কৃতি দের গুলিতে এক লটারি টিকিট বিক্রেতার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম হামিদ আলি শেখ ৪৮।মাধব ডিহি থানার লোহাই গ্রামে তাঁর বাড়ি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গল বার রাতে দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন।সেই সময় অপর দিক থেকে বাইকে চেপে আসা তিন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়।পরে তাঁকে গুলি চালায়।
তাঁর কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।