নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড কৃষ্ণসায়র মহতাব রোড ধোবা পাড়ায় অমৃত প্রকল্পের দেওয়া জলের লাইনের কল সহ মিটার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
এলাকার বাসিন্দা নমিতা দত্ত জানান এলাকার প্রায় বাড়ির অমৃত প্রকল্পের জলের মিটার সহ কল ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। যার ফলে ভাঙ্গা পাইপলাইন থেকে জল বের হচ্ছে প্রত্যেকের বাড়ি থেকে জল অপচয় হচ্ছে।
এ ধরনের চুরির ঘটনা প্রথম ঘটলো এলাকায়। জলের মিটার বাইরে থাকার ফলে প্রত্যেকের বাড়ি থেকেই সেই মিটারকে চুরি করে নিয়ে গেছে চোরেরা।