নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বনপাস পঞ্চায়েতের আনবোনা গ্রামে।উল্লেখ্য গতকাল রাত্রি ১০.৩০ নাগাদ বাড়ির ছোট ছেলে অয়ন হাজরা সদর দরজা বন্ধ করতে গিয়ে দেখে একটা খাম সাদা কাগজের অংশ পড়ে রয়েছে । খাম খুলে দেখেন চিঠিতে লেখা রয়েছে জয় বজরং বলি আমরা মাওবাদী ।আপনার গৃহকর্তা ৪০ থেকে ৫০ লাখ টাকা রেখে গেছেন ।সেই টাকা থেকে আমাদেরকে পাঁচ লাখ টাকা দেবেন। না হলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে। আর এই টাকাটি আনবোনা গ্ৰামের বেলতলায় এনে রাখবেন।আমরা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যাব ।
এই চিঠি পাবার পরই হাজরা বাড়ির ছোট ছেলে ভাতার থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন । গোটা পরিবারই মাওবাদী আতঙ্কে ভুগছেন এই মুহুর্তে । ভাতার থানার আধিকারিকরা বিষয়টি নিয়ে হাজার পরিবারকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন ।